ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

কবিতা পর্ব : হাহাকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ৪ এপ্রিল ২০২৪  

কবিতা পর্ব : হাহাকার

কবিতা পর্ব : হাহাকার

হাহাকার

আমার সব পবিত্রতা তোমাকে দিলাম
সর্বনামের যত ভালোবাসা ঢেলে দিলাম
উদারময় শান্ত আচরণও দিলাম
তোমাকে দিলাম জায়নামাজের পবিত্রতম দুটি হাত
পুরুষের স্পর্শ না পাওয়া মায়া ভরা মুখটুকু দিলাম।

বুকে অগ্নুৎপাত বহন করা সত্ত্বেও তুষারপাতের চোখ দিলাম
স্পর্শ ছাড়া প্রগাঢ় স্মৃতি তোমায় দিলাম
ইচ্ছেদের ডানা ঝাঁপটানো হাহাকার তোমায় দিলাম
অসীম ভালোবাসার অস্থিরময় জীবন দিলাম
বসন্তের ফুলের মতো ডালা সাজানো সময় দিলাম।

যা কিছু সুন্দর সব তোমায় দিলাম
যা কিছু অসুন্দর ছিল করাঘাতে ধ্বংস করলাম
তবুও তুমি রঙিন চশমা পরে আরও বেশির খোঁজে ব্যস্ত
শোনো ছেলে, সজ্জিত ভারবাহী জিনিসও একদিন তলিয়ে যায়।

সর্বশেষ
জনপ্রিয়