ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কবিতা: উপেক্ষার প্রহর

মাঈন উদ্দিন আহমেদ

প্রকাশিত: ১২:২১, ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দরজায় আসা ভিখারির মতন
সে আমাকে ফিরিয়ে দেবে,
তা তো আমি আগেই জানতাম।
তবুও সে যখন সত্যি সত্যি ফিরিয়ে দেয়—
রাতের সূর্যমুখী হয়ে লজ্জায় মাথা নুয়ে পড়ে।

রিফিউজি হয়ে ভাসতে থাকা
দলছুট এক কচুরি ফুলের মতোই
উদ্দেশ্যহীন মনে হতে থাকে নিজেকে—
উপেক্ষার প্রহরে অপমানে ঝিম লাগে দেহে।

সাদা জোছনার গায়ে দীর্ঘশ্বাস রেখে বলি—
তাতে কী হলো! সে আমার কেউ নয়!
তখনই বুকের ঘণ্টায় প্রশ্ন বেজে ওঠে—
আমি কি তার হাতে গড়া কবি নই?

নির্জন সুপারি বনের কাছে—
লজ্জায় আমার দেহ নুয়ে পড়ে।
আমাকে কবরে শুইয়ে দাও,
আমি তার হাঁটার শব্দ শুনবো!

সর্বশেষ
জনপ্রিয়