ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দিবসের উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ২৯ এপ্রিল ২০২৪  

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দিবসের উদ্বোধন

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দিবসের উদ্বোধন

‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দিবসের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ২৮ এপ্রিল রবিবার দুপুরে ইনস্টিটিউট প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সুরুজ্জামান, শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. মতিউর রহমান সরকার, উপাধ্যক্ষ তাছলিমা আক্তার প্রমুখ।

ওইসময় শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সকল টেকনোলজির বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়