ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির কাতল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ২৩ জুন ২০২২  

৩০ কেজি ওজনের কাতল মাছ

৩০ কেজি ওজনের কাতল মাছ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার দুর্গা সাগর দিঘিতে বড়শিতে ধরা পড়েছে একটি ৩০ কেজি ওজনের কাতল মাছ। বুধবার বিকেলে মাছটি শিকার করা হয় বলে সৌখিন মৎস্য শিকারী মো. রাজু খলিফা জানিয়েছেন। 

বরিশাল নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা রাজু জানান, ৫ হাজার টাকার টিকিট মূল্যে সকাল থেকে দিঘিতে চারটি ছিপের বড়শি দিয়ে মাছ শিকার শুরু করেন। বিকেলে বিশাল সাইজের কাতল মাছটি বড়শিতে ধরা পড়ে। পৌনে এক ঘণ্টার চেষ্টায় মাছটি ডাঙ্গায় তুলতে সমর্থ হয়েছেন।

রাজু আরো জানান, আগামী ৩৬ ঘণ্টা দিঘিতে মাছ শিকারের সুযোগ পাবেন তিনি। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ১৫-১৬ কেজি ওজনের একটি পাঙ্গাস, ৭-৮ কেজি ওজনের একটি বিগ্রেড ও একই ওজনের আরো একটি কাতল মাছ শিকার করেছেন।

রাজু বলেন, বরিশাল জেলা প্রশাসনের পরিচালিত দিঘিতে টিকিটের বিনিময়ে যে কেউ মৎস্য শিকার করতে পারে। দিঘি এলাকায় অফিস থেকে ৫ হাজার টাকার মূল্যের টিকিট সংগ্রহ করে মাছ শিকার করা যায় । 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়