ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

কবিতা পর্ব : মুছে দাও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ৬ এপ্রিল ২০২৪  

কবিতা পর্ব : মুছে দাও

কবিতা পর্ব : মুছে দাও

মুছে দাও

অপমানের ডালা সাজিয়ে বসে আছো
আমাকে শব্দের আঘাতে বরণ করবে তাই
স্মৃতি কি অপমানে হত্যা হয়?
যদি পারো মুছে দাও প্রথম দেখার অস্থির স্মৃতি
মুছে দাও আমার চোখে তাকানোর শিহরণের অনুভূতি
মুছে দাও যত্নের সমস্ত কথোপকথন
মুছে দাও শহরের প্রতিটি কোনার স্মৃতি
মুছে দাও রাত্রির অন্ধকারে অভিমান-মানের স্মৃতি
মুছে দাও আমাকে নিয়ে অধিকার খাটানোর আলাপন।

স্মৃতি ধ্বংস করে যত ইচ্ছা অপমান করো
যত ইচ্ছা আঘাতের পিপাসা মিটাও।

****

সর্বশেষ
জনপ্রিয়