ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

কবিতা পর্ব : তোমার কাঁধে মাথা রেখে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ৮ এপ্রিল ২০২৪  

কবিতা পর্ব : তোমার কাঁধে মাথা রেখে

কবিতা পর্ব : তোমার কাঁধে মাথা রেখে

তোমার কাঁধে মাথা রেখে

সৌরভ সহজে সময়মতো মিলিয়ে গেল
কিন্তু তোমার দেওয়া ফুল নিয়ে
আমি সমস্যায় পড়লাম
ওটাকে কোথায় লুকাবো?
তোমাকে বুঝতে আমার পুরো জীবন দরকার ছিল—
তুমি তো নিজেকে মেলে দাওনি কখনো!
শুধু ক্ষণিক সময় নিজেকে দেখিয়েছো!
তোমার কাঁধে মাথা রেখে
আমি তোমার জন্যই কাঁদতে চেয়ে ছিলাম প্রিয়!
তা-ও তো হলো না!
এখন কি পাতা ঝরার ঋতু?
আমার কামনার বাগানে সব ফুল শুকিয়ে যাচ্ছে তো!
তবুও বসন্তের প্রতীক্ষাতেই ছিলাম—
তবে এখনো দু’ফোটা জল অবশিষ্ট আছে আমার দু’চোখে—
সে আলো ছড়াচ্ছে
অন্ধকার অলিগলিতে যেন তোমায় খুঁজে পাই—
তুমি তো আর দেখা দিলে না
এদিকে তোমার ছবি আমার দৃষ্টিকে উদ্বেলিত করলো—
আমি আবিষ্ট হয়ে পড়লাম তোমার প্রতিকৃতিতে
সেই থেকে আমার ঠোঁট তোমার ছবিতে আটকে গেল!

****

সর্বশেষ
জনপ্রিয়