ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ২৮ জানুয়ারি ২০২৪  

সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি সদর সেনা জোনের উদ্যোগে হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।খাগড়াছড়ি সদরের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জোনের উপ-অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম পরিবার ও বিহারের বুদ্ধ শ্রমণদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

জোনের উপ-অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম বলেন, তীব্র এই শীত মোকাবেলা করতে সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকারসমূহ যাতে সঠিকভাবে ভোগ করতে পারে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে আসছে। খাগড়াছড়ি সদর যে কোনো পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় বেসামামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সবসময় পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে।

এসময় মাস্টার ওয়ারেন্ট অফিসার শামীম হোসেন, ওয়ারেন্ট অফিসার আবদুল আহাদ, সার্জেন্ট জিয়াউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়