ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নেত্রকোণার পূর্বধলায় পতাকা উত্তোলন ও পদযাত্রা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ৬ মে ২০২৪  

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নেত্রকোণার পূর্বধলায় পতাকা উত্তোলন ও পদযাত্রা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নেত্রকোণার পূর্বধলায় পতাকা উত্তোলন ও পদযাত্রা

দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন, ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বিশ্বব্যাপী শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে কর্মসূচি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তারই অংশ হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১ টায় পূ্র্বধলা সরকারি কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ এর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সদস্য ইয়াসিন আরাফাত টিপু, কলেজ শিক্ষার্থী আরিফ উজ-জামান, ইমন, অয়ন, মেহেদীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে পূর্বধলা সরকারি কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পূর্বধলা সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব আজ শোশক আর শোষিত এই দুভাগে বিভক্ত। ছাত্রলীগ বরাবর শোষিতের পক্ষে কাজ করে। তাই শোষিত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয়ার দাবিতে পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়