ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ১৫ এপ্রিল ২০২৪  

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান কামরুল, মোহাম্মদ আব্দুল হামিদ, মো. নাজিম উদ্দিন, জাহিদ আহম্মেদ সারোয়ার জাহান, মো. সাইফুল ইসলাম, আবুল হাসনাত তারেক।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, শেখ রাসেল, শাখাওয়াত হোসেন ফকির, হুমায়ুন কবির, এ,বি,এম, কাজল সরকার, সাইফুর রহমান।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, ঝর্ণা ঘোষ, সুমি, মোছা. মনোয়ারা খাতুন, মোছা. হালিমা খাতুন।

মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম বলেন, আগামী ৮ই মে ‘৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন’ সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে হালুয়াঘাট উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮১ হাজার ৮৮১ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৯১২ জন, নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৯৬৮ জন ও হিজড়া ১ জন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়