ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ময়মনসিংহ জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা শীর্ষক সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ২৯ মার্চ ২০২৪  

ময়মনসিংহ জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা শীর্ষক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা শীর্ষক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের উদ্যোগে ময়মনসিংহে ২০২৩-২০২৪ অর্থ বছরে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে অংশীজনের এক সভা ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৮মার্চ/২০২৪ বৃহস্পতিবার বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জ এর উপ-মহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে এ শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা শীর্ষক সভায় প্রধান অতিথি ছিলেন বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের উপ-মহাপরিচালক (অপারেশনস) মোঃ ফখরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ জিয়াউল হাসান, স্বরাষ্ট মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী, মহিলা আনসার ব্যাটালিয়ানের পরিচালক সারোয়ার জাহান চৌধূরী ,পরিচালক অপারেশন্স এর সৈয়দ ইফতেহার আলী, জেলা কমান্ডেন্ট ডঃ মুস্তারী জাহান ফেরদৌস প্রমূখ বক্তব্য রাখেন। আনসার ভিডিপি ময়মনসিংহ রেঞ্জ এর ফোকাল পারসন জনাব মাহবুবুর রহমান পাওয়ার পয়েন্টের উপর শুদ্ধাচার বিষয়ক কর্মপরিকল্পনা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। রাখেন।প্রধান অতিথি বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের উপ-মহাপরিচালক (অপারেশনস) মোঃ ফখরুল আলম তার বক্তব্যে বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অত্যাধুনিক বাহিনীতে রুপান্তরীত করার আহবান জানিয়েছেন। তাঁর আগে নিজেদের ভিতরটাকে স্ব-স্ব উদ্যোগে বদলে দিতেই আজকের এ সভার আয়োজন বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন আজকের সভার সুপারিশ মালাসমূহ নিয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে। বিশেষ অতিথি হিসেবে উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ জিয়াউল হাসান বলেন বাংলাদেশে বিপুল সংখ্যক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে যারা সর্বক্ষেত্রেই কাজ করছে। তাদের সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। স্বরাষ্ট মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী বলেন আজকে সময় এসেছে কথা বলার কথার সাথে কাজের মিল রেখেই আমাদের কথা বলা উচিৎ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মেখ হাসিনা করছেন। দেশকে এগিয়ে নিতে হলে মাননীয় প্রধান মন্ত্রীর সিদ্ধান্তকে বাস্তবায়নের বিকল্প নেই। অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ রেঞ্জ উপ-মহাপরিচালক ডঃ সাইফুর রহমান বলেন বাংলাদেশ দু’ধরনের আনসার রয়েছে ব্যাটালিয়ন আনসার অপরটি অঙ্গিভূত আনসার। ৫৪হাজার ব্যটায়িয়নে কমরত আছেন। দেশী-বিদেশী প্রতিষ্ঠান সমূহে বিশ্বস্ত্যতার সাতে কাজ করছেন। বর্তমানে দেশে দু’টি মহিলা ব্যাটালিয়ন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সভায় বক্তাগন মানসম্মত সেবা প্রদানের জন্য বেশকিছু সুপারিশমালা উপস্থাপন করা হয়। অংশীজন সাংবাদিক এএইচএম মোতালেব বলেন গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করণসহ আরো উন্নত প্রশিক্ষণ, গ্রামে গঞ্জে তাদের কর্মসংস্থান সৃস্টি করার জন্য অনুরোধ জানান। তিনি আরো সুপারিশকরেন অন্যান্য বাহিনীর পাশাপাশি তারা নির্বাচন, পূজা, ঈদ উৎসবে দায়িত্ব পালন করে আসছেন। গ্রামে গঞ্জে আনেক দপ্তর স্থাপন করা হয়েছে যেখানে ভিডিপি সদস্যদের নিয়োগ দেয়া যেতে পারে শুধুমাত্র অঙ্গীভূত আনসারের উপর নির্ভর করে না করে “মুজিব শতবর্ষের” পরিকল্পনা প্রনয়ন করা যেতে পারে। এ ছাড়াও আচরন বিষয়ক, গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করণ আরো উন্নত প্রশিক্ষণ এর মাধ্যে গ্রামে গঞ্জে তাদের কর্মসংস্থান সৃস্টি করা প্রয়োজন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়