ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

খাগড়াছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায়দের মানবিক সহায়তা প্রদান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২০ ফেব্রুয়ারি ২০২৪  

খাগড়াছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায়দের মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায়দের মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনে স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা।এরই ধারাবাহিকতায় সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় শীতবস্ত্র বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, অসহায়দের মাঝে ঢেউটিন, দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান, স্কুল ব্যাগ ও বই বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী।

জোন কমান্ডার বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে জনকল্যাণে একে অপরের সহযোগিতা ও মিলেমিশে থাকার পরামর্শ দিচ্ছি। এ জোন আপনাদের সুখ, দুঃখে পাশে ছিল ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়