ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

দিনাজপুরে কাঁচা মরিচের কেজি ২৫ টাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৬, ৪ সেপ্টেম্বর ২০২২  

কাঁচা মরিচ

কাঁচা মরিচ

দিনাজপুরের হিলির খুচরা বাজারে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। আবহাওয়া ভাল থাকায় এবং দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ফলন ভালো হওয়ায় দাম কমেছে বলে জানান বিক্রেতারা।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) সকালে হিলির সবজি বাজার ঘুরে দেখা যায়, তিন সপ্তাহের ব্যবধানে ২০০ টাকার কাঁচা মরিচ এখন বাজারে বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। দক্ষিণ অঞ্চলের নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট থেকে আসছে এসব কাঁচা মরিচ।

এদিকে দেশে কাঁচামরিচের উৎপাদন বাড়ায় এবং দাম কমে যাওয়ায় ভারত থেকে কাঁচা মরিচের আমদানিও বন্ধ রয়েছে।

বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমান বাজারে সব ধরনের সবজির দাম মোটামুটি কম আছে। কাঁচা মরিচের কেজি ২৫ টাকা এবং পেঁয়াজ ১৬ থেকে ১৮ টাকায় বিক্রি হচ্ছে। সবজির দাম কম থাকায় আমাদের মতো সাধারণ মানুষের অনেক উপকার হচ্ছে।’

হিলি বাজারে পাইকারি কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, ‘দেশের বাজারে দাম কমে যাওয়ায় ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ হয়ে গেছে। আমরা বগুড়া নওগাঁ ও জয়পুরহাট থেকে ২০ থেকে ২২ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে আনছি। সেই মরিচ হিলি বাজারে ২৫ টাকা কেজি দরে বিক্রি করছি।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়