ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

কিশোরগঞ্জের কটিয়াদীতে পয়েন্ট ভিত্তিক কাবাডি খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ১ অক্টোবর ২০২২  

কিশোরগঞ্জের কটিয়াদীতে পয়েন্ট ভিত্তিক কাবাডি খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে পয়েন্ট ভিত্তিক কাবাডি খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক দিনের পয়েন্ট ভিত্তিক কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।শনিবার (১ লা অক্টোবর) বিকেলে সেলিম স্মৃতি সংসদের আয়োজনে উপজেলার চান্দপুর ইছাপুরা মাঠে অনুষ্ঠিত কাবাডি খেলায় ৪০জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন।

খেলায় মো. ছোটন মিয়া ৬ পয়েন্ট পেয়ে নগদ পনের হাজার টাকা পুরস্কার জিতে নেন। ইমন মিয়া ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় পুরস্কার দশ হাজার ও জিলহজ মিয়া ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা পেয়েছেন, এ ছাড়াও সকল অংশ গ্রহণকারী খেলোয়াড় সান্তনা পুরস্কার পান ।

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি ওমর ফারুক ইবনে হাসান ইমন । খেলা উদ্বোধন করেন আ্যডভোকেট সৈয়দ মোরাদ ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মো. সাদেকুর রহমান, ইমাম হোসেন দুলাল, আসাদুজ্জামান সরকার, মো. নজরুল ইসলাম, অ্যডভোকেট মো. রিয়াজুল ইসলাম সেবক প্রমুখ। খেলা পরিচালনা করেন শাহাদাত হোসেন সাধু, মো. আবুল কাশেম ও শেফাল চন্দ্র কর ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়