ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

লালমনিরহাট সদর উপজেলার সেই এসি ল্যান্ড প্রত্যাহার : জেলা প্রশাসক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ১৬ মার্চ ২০২৪  

লালমনিরহাট সদর উপজেলার সেই এসি ল্যান্ড প্রত্যাহার : জেলা প্রশাসক

লালমনিরহাট সদর উপজেলার সেই এসি ল্যান্ড প্রত্যাহার : জেলা প্রশাসক

জমির খারিজ সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় পাঁচ সাংবাদিককে আটকে গালাগাল এবং জেলে পাঠানোর হুমকি দেওয়ার ঘটনায় লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আবদুল্লাহ-আল-নোমান সরকারকে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের দেওয়া আদেশে তাকে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় এসি ল্যান্ড হিসেবে যোগদান করতে বলা হয়েছে। গতকাল লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপাতত আবদুল্লাহ-আল-নোমান সরকার হরিপুর উপজেলায় যোগদান করবেন। পরবর্তীতে তাকে মন্ত্রণালয়ে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়া গেলে দ্রুত বিভাগীয় তদন্তকাজ শুরু হবে। সাংবাদিকরা জানান, তথ্য চাওয়াকে কেন্দ্র করে এসি ল্যান্ড অফিসে গিয়েছিলেন তারা। এসি ল্যান্ড ও তার অফিসের কর্মচারীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। প্রায় ৪০ মিনিট আটকে রাখার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন সাংবাদিকদের উদ্ধার করেন। পরে সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদে শহরের মিশন মোড়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের শান্ত করেন এবং এসি ল্যান্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ভুক্তভোগী সাংবাদিক মাহফুজ সাজু বলেন, এসি ল্যান্ড ছাড়াই অফিস সহকারীরা জমির নাম-খারিজের শুনানি করছিলেন। আমি এ ঘটনার ভিডিও ধারণ করেছিলাম। প্রথমে আমাকে এবং পরে অপর চার সাংবাদিককে আটক করা হয়। আমাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন এসি ল্যান্ড।

লালমনিরহাট প্রেস ক্লাবের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ‘এসি ল্যান্ড প্রত্যাহার হওয়ায় আংশিক দাবি পূরণ হয়েছে। আমরা তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তপূর্বক শাস্তির দাবি করছি।’

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়