ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছড়া : ছোট্ট খোকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ২৫ মার্চ ২০২৪  

ছড়া : ছোট্ট খোকা

ছড়া : ছোট্ট খোকা

ছোট্ট খোকা

ছোট্ট খোকা যাচ্ছে মাঠে
সঙ্গী-সাথী নিয়ে,
ছোট্ট খোকা যাচ্ছে ঘাটে
পুকুর পাড়ি দিয়ে।

মাথায় তার আসে কত
রঙিন রঙিন খেলা,
দুঃখ তার নাইকো এত
খুশি সারাবেলা।

ছোট্ট খোকা যাচ্ছে কোথায়
মা রইলেন চেয়ে,
দুঃখ পেলে হেথায়-সেথায়
মাকে বলবে যেয়ে।

মা তো তার বড্ড ভালো
বড্ড খেয়াল রাখে,
চোখের যেই আড়াল হলো
ডাকে তারে ডাকে।

সর্বশেষ
জনপ্রিয়