ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কবিতা: ফাল্গুনী গান

এ কে সরকার শাওন

প্রকাশিত: ১২:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দখিনা বাতাসে জড়তা ভাসে
প্রকৃতি হেসে উদ্ভাসে!
অপরূপ বর্ণাঢ্য দৃশ্য আরাধ্য
জনতার চিত্ত উল্লাসে!

বসন্ত আয় সুরের খেয়ায়
নাতিশীতোষ্ণ হাওয়ায়;
প্রাণে লাগে দোলা ধরণী উতলা
ফাল্গুনী গান গায়!

ডালে ডালে নব কিশলয়
বাতাস চুমিয়ে নাড়ে!
প্রকৃতি যৌবনা উর্বশী আনমনা
সবার নজর কাড়ে!

বাহারি ফুলে চিত্ত দোলে
কোকিল উল্লাসে গায়!
বাসন্তি উন্মাদনায় শরীর চুমায়
তনুমনে নাচে হায়!

সেজেছে বাহারি পুষ্প-মঞ্জরি
রূপসী বাংলাদেশে!
বাউলের গলায় সুর মূর্ছনায়
সুর তরঙ্গের নির্যাসে!

মুকুলের গন্ধে মাতাল মৌমাছি
পথে ঘাটে ভ্রমরের গুঞ্জন!
বাগে সৌরভে প্রজাপতি নাচে
ঘরে ঘরে শুনি শিঞ্জন!

কোকিলের তানে পাপিয়ার গানে
বাংলার জনপদ মুখরিত!
গোধূলি বেলায় রাঙা আভায়
জগলুর গান সুললিত!

ফাল্গুনী ধারায় সবাই হারায়
সরবে নীরবে গৌরবে!
এ দৃশ্যপট অনবদ্য সম্পদ
শুধু বাঙালি অনুভবে!

ফাল্গুনী গান চলুক অফুরান
ভাসুক জরা ক্লান্তি!
হিংসা দ্বেষ বিবাদ বিদ্বেষ
নির্মূলে হোক প্রশান্তি!

সর্বশেষ
জনপ্রিয়