ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

কবিতা পর্ব : স্বাধীনতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ৩০ মার্চ ২০২৪  

কবিতা পর্ব : স্বাধীনতা

কবিতা পর্ব : স্বাধীনতা

স্বাধীনতা

আমার চোখ শুধু বিছানো-জাল দ্যাখে।
কিছু একটা বললেই বলো,
আমার ঠোঁট খুবই বিষাক্ত
অপ্রয়োজনীয় কথা বলে শুধু!

কেন বলে জানো না?—
তোমার কাছে যা অপ্রয়োজনীয়
আমার কাছে তা খুবই দামি!

আমার ঠোঁট নিয়ে নাও
তবুও, আমার স্বাধীনতাটুকু দাও।

সর্বশেষ
জনপ্রিয়