ঢাকা, রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

২৪ কোটি বছরের পুরনো চীনা ড্রাগনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

২৪ কোটি বছরের পুরনো চীনা ড্রাগনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

২৪ কোটি বছরের পুরনো চীনা ড্রাগনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

স্কটল্যান্ডের বিজ্ঞানীরা ২৪০ মিলিয়ন বছরের পুরনো একটি ‘চীনা ড্রাগন’ জীবাশ্ম আবিষ্কার করেছেন।

বিবিসি জানিয়েছে, ১৬ ফুট লম্বা জীবাশ্মটি ট্রায়াসিক যুগের একটি দীর্ঘ জলজ সরীসৃপের অন্তর্গত। প্রজাতিটিকে ডাইনোসেফালোসরাস ওরিয়েন্টালিস বলা হয় এবং এর অতি দীর্ঘ ঘাড়ের কারণে ‘ড্রাগন’ নামে অভিহিত করা হয়েছে।

একটি আন্তর্জাতিক দল এই আবিষ্কার করেছে এবং স্কটল্যান্ডের জাতীয় জাদুঘরে এটি প্রদর্শন করেছে। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ চীনের গুইঝৌ প্রদেশে জীবাশ্মটি পাওয়া গেছে।

গবেষক দলের সদস্য ড. নিক ফ্রেজার বিবিসিকে বলেন, জীবাশ্মটি ‘খুবই অদ্ভুত একটি প্রাণীর’। এর অঙ্গ-প্রত্যঙ্গ ফ্লিপারের মতো ছিল এবং এর ঘাড় শরীর ও লেজের মিলিত অংশের চেয়ে লম্বা। লম্বা ঘাড়টি ডাইনোসেফালোসরাস ওরিয়েন্টালিসকে জলের নীচে ফাটলগুলিতে খাদ্য সন্ধানের অনুমতি দিতে পারে। এই আবিষ্কার ট্রায়াসিকের অদ্ভুততা আরও বাড়িয়ে দিয়েছে এবং প্রতিবার আমরা এই আমানতগুলির দিকে তাকাই।

সর্বশেষ
জনপ্রিয়