ঢাকা, রোববার   ১২ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

ময়মনসিংহের ভালুকায় কেঁচো সার উৎপাদনে সফল শহিদুল ইসলাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ২৮ এপ্রিল ২০২৪  

ময়মনসিংহের ভালুকায় কেঁচো সার উৎপাদনে সফল শহিদুল ইসলাম

ময়মনসিংহের ভালুকায় কেঁচো সার উৎপাদনে সফল শহিদুল ইসলাম

সরকারি সহায়তা নিয়ে কেঁচো সার উৎপাদন করে সফলতা পেয়েছেন পৌর সদরের সফল কৃষক শহিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শী জানায়, আধাপচা গোবর থেকে কেঁচো সার উৎপাদন ও ব্যবহারে ব্যপক সফলতা পেয়েছেন পৌর সদরের ৯নং ওয়ার্ডের কাঠালী গ্রামের মৃত হেকিম সরকারের পুত্র শহিদুল ইসলাম। চারটি গোলাকার রিংয়ের প্রতি প্যাঁচে ৪৫ দিনে বিশেষ জাতের কেঁচো আধাপচা গোবর খেয়ে মলত্যাগ করে, যা  থেকে বিশেষ প্রক্রিয়ায় প্রায় ১৪০ কেজি ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার সংগ্রহ করতে পারেন।  
সফল কৃষক শহিদুল ইসলাম জানান, কেঁচো সার তৈরির আগ্রহী হলে স্থানীয় কৃষি অফিস তাকে  প্রশিক্ষণ ও উপকরণ, কেচোঁ ও কারিগরি সহায়তা দেয়। বর্তমানে তার কাছ থেকে আশপাশের কৃষকরা ২০ টাকা কেজি দরে সার কিনে নিয়ে শাকসবজি ও অনান্য ফসলে ব্যবহার করছেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়