ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহের গৌরীপুরে শেখ রাসেলের উপর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার  গৌরীপুর উপজেলায় শেখ রাসেল দিবস-২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, গৌরীপুর উপজেলা শাখার আয়োজনে রবিবার (২৫ সেপ্টেম্বর ২০২২) সকাল ১১ ঘটিকায় অফিসার্স ক্লাব সভাকক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় ‘ক’,’খ’,’গ’ এই তিন গ্রুপে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত  ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। রচনা প্রতিযোগিতার বিষয় বস্তু ছিল রাসেল আমার বন্ধু(ক-গ্রুপ),শেখ রাসেল (খ-গ্রুপ), আমার ভাবনায় শেখ রাসেল (গ-গ্রুপ) এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিষয় ইচ্ছেমতো (ক-গ্রুপ), শুভ জন্মদিন শেখ রাসেল (খ-গ্রুপ), রাসেলের জন্য ভালবাসা (গ-গ্রুপ)। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ইচ্ছেমতো বিষয়ে চিত্রাঙ্কনের ইভেন্ট ছিল। উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ শিশু একাডেমির এ উদ্যোগের প্রশংসা করে বলেন,শেখ রাসেল হতে পারে শিশুদের অনুপ্রেরণা ও আদর্শ। দেশব্যাপী এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম শেখ রাসেল সম্পর্কে জানতে পারবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়