ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদানে প্রেস ব্রিফিং

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ২১ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।এতে উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের পরিক্রমায় আগামীকাল ২২ শে মার্চ ৪র্থ পর্যায়ের ১ম ধাপের “ক”শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই উপলক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবিদুর রহমান বলেন, “আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার” এ স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে গফরগাঁওয়ে ৪র্থ পর্যায়ের ১ম ধাপের ঘরগুলোর নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

২২ শে মার্চ সারা দেশের ন্যায় ৪র্থ পর্যায়ের ১ম ধাপের ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলায় “ক” শ্রেণীর মোট ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন ঘর হস্তানতর করা হবে।

সংবাদ সম্মেলনে সহকারী কমিশনার( ভূমি) ইয়াসিন খন্দকার, যুব উন্নায়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, পাট কর্মকর্তা ফজলুল হক, উপ সহকারী প্রোকৌশলী আল-আমিন, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল কাদির, সাংবাদিক আল আমিন বিপ্লবসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়