ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩, ২৮ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার উদ্যেগে কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ছোটবাজারস্থ জেলা কার্যালয়ে মাননীয় জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এ সময় ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কামাল পাশা, বীরমুক্তিযোদ্ধা হাফেজ আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ময়মনসিংহ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক হুমায়ুন রশিদ সোহাগ, সদস্য সচিব রিয়াদুল ইসলাম রানা, যুগ্ন আহবায়ক রিমন মোহাম্মদ জামায়েল সামী, শরীফ আহমেদ, জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস আক্তার রুমা, সদস্য মাকসুদুর রহমান লিটন, এস এম রকিবুল বারী রকি, শরাফ উদ্দিন বায়জিদ, মুক্তিযোদ্ধা পল্লী সন্তান কমান্ডের সভাপতি ফরহাদ আলম খান সোহেল, জেলা কমিটির সদস্য আনোয়ারুল হক খান, আশরাফুল হক সুজন, এস এম আবু সাইদ পারভেজ, সুমন মিয়া, হারুন অর রশিদ, হাসিবুর রহমান, মিম আক্তার সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এছাড়া সকালে এক বর্ন্যাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন শেষে সার্কিট হাউজ এর সামনে জাতির পিতার মোড়াল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে মাননীয় জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি‘র উপস্থিতিতে নেতৃবৃন্দ জাতির পিতার মোড়ালে পুস্পস্তবক অর্পন করে।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক হুমায়ুন রশিদ সোহাগ, সদস্য সচিব রিয়াদুল ইসলাম রানা, যুগ্ন আহবায়ক রিমন মোহাম্মদ জামায়েল সামী, শরীফ আহমেদ, জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস আক্তার রুমা, সদস্য মাকসুদুর রহমান লিটন, এস এম রকিবুল বারী রকি, শরাফ উদ্দিন বায়জিদ, মুক্তিযোদ্ধা পল্লী সন্তান কমান্ডের সভাপতি ফরহাদ আলম খান সোহেল, জেলা কমিটির সদস্য আনোয়ারুল হক খান, আশরাফুল হক সুজন, এস এম আবু সাইদ পারভেজ,এ কে এম আনোয়ার হোসেন বাবু, রকি, বাবু, নয়ন, তৈয়ব, রাজীব, কাজল, সুমন মিয়া, হারুন অর রশিদ, হাসিবুর রহমান, মিম আক্তার সহ অনেকেই উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির বীর সন্তানরা ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা অর্জনে। নিজের বুকের তাজা রক্ত ঢেলে পাকবাহিনীর কাছ থেকে ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। সেই বীর সেনানিদের আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে জাগ্রত রাখতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সমন্বয়ে ২০১০ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এরই ধারাবাহিকতায় ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়