ঢাকা, রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

১৫ বছরে চাল আমদানি করতে হয়নি : তাজুল ইসলাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২২, ২৬ এপ্রিল ২০২৪  

১৫ বছরে চাল আমদানি করতে হয়নি : তাজুল ইসলাম

১৫ বছরে চাল আমদানি করতে হয়নি : তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সময়ের ব্যবধানে আমরা এখন প্রায় ৪ কোটি টনের বেশি চাল উৎপাদন করছি। গত ১৫ বছরে আমাদের চাল আমদানি করতে হয়নি। গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১২তম আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাল শনিবার পর্যন্ত চলবে এই মেলা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. আবদুল ওয়াদুদ, লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশনস (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান কাজী ছারোয়ার উদ্দিন, বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. খুরশীদ ইকবাল রেজভী প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়