ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

নেত্রকোণা জেলায় শব্দ সচেতনতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ২৫ এপ্রিল ২০২৪  

নেত্রকোণা জেলায় শব্দ সচেতনতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নেত্রকোণা জেলায় শব্দ সচেতনতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’ স্লোগানে বুধবার নেত্রকোণায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

স্থানীয় সরকারের উপপরিচালক মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, সিভিল সার্জন কার্যালয়ের ডা. ফারিয়া আজমাইন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ। শব্দ সচেতনতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাব্বির হাসান।

আলোচনা সভায় এনজিও কর্মী, ট্র্যাফিক পুলিশের প্রতিনিধি, সরকারি কর্মকর্তাগণ, গাড়ি চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়