ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মানব প্রজাতি

শিল্প ও সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫, ৭ জুন ২০২২  

প্রতীকী

প্রতীকী

“এই গ্রহের অন্যান্য প্রজাতির চেয়ে মানব প্রজাতি বেশি গুরুত্বপূর্ণ কেউ নয়। তবে কোনো  কারণে পুরো বিবর্তন প্রক্রিয়ায় অন্যদের চেয়ে সে একটা উচ্চতর অবস্থান দখল করে নিতে সমর্থ হয়েছে।...মানুষ ধর্ম সৃষ্টি করেছে, কারণ এটি তাকে একটি ছ্দ্মাবরণ প্রদান করে।... মানুষ নিজেকে পূর্ণ করার বাসনা থেকে  উচ্চতর সত্তার অনুসন্ধানকেও অত্যাবশকীয়  বলে মনে করে।... মানুষ  প্রকৃতিগতভাবে আত্মসচেতন। তার এই বোধের জন্ম বিবর্তনের পথে তার অভিযাত্রার কোনো এক বিশেষ লগ্নে। এই আত্মসচেতনতার কারণেই  মানুষ প্রকৃতির সম্পূর্ণতা  থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে।”

সর্বশেষ
জনপ্রিয়