ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বরিশালের মনসা মন্দির ঘুরে গেলেন ভিয়েতনামের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ১৭ জুলাই ২০২২  

মনসা মন্দির পরিদর্শনে আসেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন

মনসা মন্দির পরিদর্শনে আসেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে মধ্যযুগের মনসা মঙ্গল কাব্য গ্রন্থের রচয়িতা, বাংলা সাহিত্যের অমর কবি বিজয় গুপ্তর প্রতিষ্ঠিত মনসা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন।

গতকাল শনিবার (১৬ জুলাই) দুপুরে সস্ত্রীক মনসা মন্দিরে এলে মন্দির কমিটির পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তারা মনসা মন্দির ও নাট মন্দির পরিদর্শন করেন।

এ সময় পরিদর্শন বইয়ে তারা স্বাক্ষর করেন এবং মন্তব্য লিপিবদ্ধ করেন। পরিদর্শন শেষে তারা জানান এমন ইতিহাস বিজড়িত স্থান দেখে তারা অভিভূত।

পরে মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন।

সভায় আরও উপস্থিত ছিলেন- একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাস গুপ্ত, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন, নবো গ্রুপের এমডি সৈয়দ মোস্তাফিজুর রহমান, আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দুলাল দাশ গুপ্ত, গৈলা বাজার কীর্ত্তণ ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকার।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়