ঢাকা, রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

বরিশালে চতুর্থ দফায় ঘর পাচ্ছে ৮৭৪ ভূমিহীন পরিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ৮ আগস্ট ২০২৩  

বরিশালে চতুর্থ দফায় ঘর পাচ্ছে ৮৭৪ ভূমিহীন পরিবার

বরিশালে চতুর্থ দফায় ঘর পাচ্ছে ৮৭৪ ভূমিহীন পরিবার

বরিশাল জেলায় আরও ৮৭৪টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর। আগামীকাল বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উপকারভোগীদের মাঝে জমিসহ এসব ঘর হস্তান্তর করবেন।চতুর্থ দফায় হস্তান্তরের জন্য ইতিমধ্যে বরিশাল জেলার ৮টি উপজেলার আশ্রয়ণ প্রকল্পে ৮৭৪টি ঘর পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। 

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

তিনি বলেন, ইতিমধ্যে ৩ দফায় বরিশাল জেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ৪ হাজার ৭৪১টি পরিবার। চতুর্থ দফায় সারা দেশের সঙ্গে বরিশাল জেলার ৮টি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ৮৭৪টি পরিবার। এর মধ্যে সদর উপজেলায় ২৫৬টি, হিজলায় ১৬৮টি, বানারীপাড়ায় ১৬৩টি, মেহেন্দিগঞ্জে ১৫০টি, বাবুগঞ্জে ৬২টি, আগৈলঝাড়ায় ৩৫টি এবং উজিরপুরে ২০টি ও মুলাদীতে ২০টি ঘর পাচ্ছেন ৩৫টি ভূমি ও গৃহহীন পরিবার।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘড়াই এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়