ঢাকা, রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

পায়রা নদীতে ধরা পড়ল সাড়ে ১৬ কেজির কোরাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ১৩ জুন ২০২৩  

পায়রা নদীতে ধরা পড়ল সাড়ে ১৬ কেজির কোরাল

পায়রা নদীতে ধরা পড়ল সাড়ে ১৬ কেজির কোরাল

বরগুনার তালতলীর পায়রা (বুড়িশ্বর) নদীর অংশে ইলিশের জালে পাওয়া গেছে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।  মঙ্গলবার (১৩ জুন) ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় জেলে হাসেম মোল্লার (যুবক) জালে মাছটি ধরা পড়ে।

 তালতলী বেসরকারি চাকরিজীবী মোস্তাফিজ বলেন, পায়রা, বিষখালী ও খাকদোন নদীতে সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না। প্রায় সময় ৪-৫ কেজি ওজনের মাছ ধরা পড়ে।  

তালতলী মাছ বাজারের পাইকারি বিক্রেতা বশির মৃধা বলেন, পায়রা (বুড়িশ্বর) নদীর তেঁতুলবাড়িয়া এলাকার জেলে হাসেম মোল্লার ইলিশ মাছের জালে সাড়ে ১৬ কেজির ওজনের বড় কোরাল মাছটি ধরা পড়ে। পরে তালতলী মাছ বাজারে কোরালটি আনা হলে পাইকারি দরে ১৫ হাজার ৬৭৫ টাকায় কিনে নেই।  তবে জেলে হাসেমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকেন। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে । এর সুফল হিসেবে এত বড় কোরাল মাছ ধরা পড়েছে পায়রা (বুড়িশ্বর) নদীতে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়