ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ম্যাচ হেরে রিয়াল মাদ্রিদকে আগেভাগে শিরোপা জেতালো বার্সেলোনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ৫ মে ২০২৪  

ম্যাচ হেরে রিয়াল মাদ্রিদকে আগেভাগে শিরোপা জেতালো বার্সেলোনা

ম্যাচ হেরে রিয়াল মাদ্রিদকে আগেভাগে শিরোপা জেতালো বার্সেলোনা

কাদিজকে হারিয়ে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা এরপর অপেক্ষায় ছিলো বার্সেলোনার পয়েন্ট হারানোর। চিরপ্রতিদ্বন্দ্বী কাতালান ক্লাবটি জিরোনার কাছে হারলেই যে মাদ্রিদের লা লিগার শিরোপা জয় নিশ্চিত হয়।এমন সমীকরণের সামনে রিয়ালের জয় উদযাপনে বিলম্ব ঘটাতে পারলো না বার্সেলোনা। লা লিগায় জিরোনার কাছে ৪-২ গোলে হেরেছে তারা। এতে লিগে কয়েকটি ম্যাচ বাকি থাকলেও ৩৬তম লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে রিয়াল। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার শিরোপা ২৭টি। গতকাল শনিবার (৪ মে) জিরোনা নিজেদের ঘরের মাঠে শক্তিশলী বার্সেলোনাকে ৪-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। এদিন প্রতিপক্ষের মাঠে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও  রবার্ট লেভানদোভস্কির গোলে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত বড় হার দেখেছে বার্সা। ক্রিস্টিয়ান পর্তু জিরোনার পক্ষে জোড়া গোল করেন। এছাড়া আরতেম দোভিয়াক ও মিগুয়েল গুতিয়েরেজ বাকি দুই গোল করেন।

রিয়ালের শিরোপা নিশ্চিত করা জয়টি জিরোনাকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠিয়ে এনেছে। ৩৪ ম্যাচে দলটির পয়েন্ট ৭৪। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত করেছে জিরোনা। সমান ম্যাচে চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট ৮৭। আর তিনে নেমে যাওয়া বার্সার পয়েন্ট ৩৪ ম্যাচে ৭৩।

সর্বশেষ
জনপ্রিয়