ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৩ দশমিক ১ ডিগ্রিতে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ১১ ডিসেম্বর ২০২৩  

পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৩ দশমিক ১ ডিগ্রিতে

পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৩ দশমিক ১ ডিগ্রিতে

পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৩ দশমিক ১ ডিগ্রিতে নেমেছে। গত কয়েকদিনের তুলনায় বেড়েছে হিম বাতাসের প্রকোপ। এতে জেলাজুড়ে নেমে এসেছে শীত। কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। সোমবার সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি।বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যেবক্ষক রুকুনুজ্জামান রোকন।

আবহাওয়া পর্যেবক্ষক রুকুনুজ্জামান রোকন বলেন, সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি। এর আগে সকাল ৬টায় একই তাপমাত্রা রেকর্ড হয়। রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, নভেম্বর থেকে মোটামুটি শীত নামার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে এবার শীত কিছুটা দেরিতে নামতে শুরু করেছে।

এদিকে, গত দুদিন ধরে হঠাৎ আবহাওয়া পরিবর্তন দেখা দিলেও দিনের বেলা তাপমাত্রা বেড়ে আবহাওয়া কিছুটা গরম থাকছে। তবে গত দুইদিনের মধ্যে হঠাৎ তাপমাত্রার কিছুটা পরিবর্তন এসেছে। হঠাৎ জেঁকে বসতে শুরু করেছে শীত। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়