ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

নেদারল্যান্ড দুতাবাসের আর্থিক সহযোগিতায় যশোরে খাল খনন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ২৮ নভেম্বর ২০২৩  

নেদারল্যান্ড দুতাবাসের আর্থিক সহযোগিতায় যশোরে খাল খনন

নেদারল্যান্ড দুতাবাসের আর্থিক সহযোগিতায় যশোরে খাল খনন

নেদারল্যান্ড দুতাবাসের আর্থিক সহযোগিতায় যশোর সদর উপজেলার আরিজপুর গ্রামে ১২৬০ মিটার দৈঘ্যের একটি খাল পুনরায় খনন করা হচ্ছে। ১২ মিটার প্রস্থ ও ৩ মিটার গভীরতার এ খালটি পুন:খনন হলে সংশ্লিষ্ট এলাকার ১০ হাজার একর কৃষি জমি সেচ সুবিধার আওতায় আসবে। যা থেকে উপকৃত হবে প্রায় ২০ হাজার চাষি। বেসরকারি সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও যশোরের আরেকটি বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের মাধ্যমে এ খননকাজ পরিচালনা করা হচ্ছে। খালটি সর্বশেষ খনন করা হয় ৩০ বছর আগে। 

মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খননকাজের উদ্বোধন করেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ। স্থানীয় দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ওয়াটারশেড ম্যানেজমেন্ট কনসালটেন্ট রবীন্দ্রনাথ বর্মন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দু ভূষণ রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলী, সলিডারিডাড নেটওয়ার্কের রিজেনারেটিভ এগ্রিকালচার ম্যানেজার ড. নাজমুন নাহার প্রমুখ। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়