ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো ইন্টারভেনশন চালু হয়েছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ২৯ এপ্রিল ২০২৪  

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো ইন্টারভেনশন চালু হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো ইন্টারভেনশন চালু হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিউরো ইন্টারভেনশন বিভাগ চালু করা হয়েছে।গতকাল রোববার (২৮ এপ্রিল) সোসাইটি অফ নিউরোলজিস্টস অফ বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অফ স্ট্রোক অ্যান্ড নিউরো ইন্টারভেনশনের যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ মেডিকেলে ডিএসএ এবং ক্যারোটিড স্টেন্টিংয়ের মাধ্যমে নিউরোলজি বিভাগে নিউরো ইন্টারভেনশন যাত্রা শুরু হয়েছে।

অনুষ্ঠানে সোসাইটি অফ স্ট্রোক অ্যান্ড নিউরো ইন্টারভেনশনের সভাপতি অধ্যাপক ডা. কাজী মহিবুর রহমান এবং সোসাইটি অফ নিউরোলজিস্টস অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আহসান হাবিব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের। অনুষ্ঠানের চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. গোলাম ফেরদৌস। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন ময়মনসিংহ মেডিকেলের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মানবেন্দ্র  ভট্টাচার্য।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়