ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নেত্রকোণার বারহাট্টায় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯, ৪ জুলাই ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণার বারহাট্টায় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা কৃষি অফিসের হলরুমে ইউএনও এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন, বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সালয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, আসমা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম ছন্দু, রায়পুর
ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রেজ্জাক, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ।

বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান আগত পবিত্র ঈদ উল আযহায় ঘর মুখো মানুর্ষেধসঢ়; সার্বিক নিরাপত্তাসহ বারহাট্টা উপজেলায় জনসাধারণের চলাচলে সিএনজি ও অটো স্ট্যান্ড গুলো অন্যত্র সরিয়ে নিয়ে উপজেলা শহরের ভিতরে যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম জানান, উপজেলার সব চাইতে বড় গরুর হাট নৈহাটী বাজার। নৈহাটী গরুর বাজারটি সরকারের কাছ থেকে কোনা ডাককারী না থাকার কারণে গরুর হাটটি যথারীতি বসবে। ক্রেতা ও বিক্রেতাগণ সরকারি খাসকালেকশনে নিয়োজিত ব্যক্তিদের নিকট তাদের আশিল পরিশোধ করিবেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়