ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

দেশ বিখ্যাত ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের লাফা বেগুনকে জিআই পণ্যের স্বীকৃতির আবেদন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ২০ এপ্রিল ২০২৪  

দেশ বিখ্যাত ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের লাফা বেগুনকে জিআই পণ্যের স্বীকৃতির আবেদন

দেশ বিখ্যাত ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের লাফা বেগুনকে জিআই পণ্যের স্বীকৃতির আবেদন

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার (গফরগাঁও) প্রতিনিধি নাজমুল হক বিপ্লব, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের গবেষক খাতুনে জান্নাত আশা, মো. দেলোয়ার হোমেন ও সোমা ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “লাফা বেগুনের যে ইতিহাস ও ঐতিহ্য রয়েছে তা অক্ষুন্ন রাখতে জিআই পণ্যে রূপ দিতে আমরা আবেদন করেছি। এছাড়াও কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির আগ্রহ ও কদর বাড়াতে সহায়ক হবে এই স্বীকৃতি। সারাদেশে একটি বিশেষ পণ্য হিসাবে পরিচিতি বাড়বে গফরগাঁওয়ের লাফা বেগুনের। লাফা বেগুন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলে গফরগাঁওবাসীর জন্য এটি হবে বড়প্রাপ্তি। এ লাফা বেগুনকে কেন্দ্র করে গফরগাঁওয়ের ব্যবসা-বাণিজ্য আরো সম্প্রসারিত ও বিস্তৃত হবে বলে আমি বিশ্বাস করি।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়