ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

ময়মনসিংহ জেলার নান্দাইলে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ২ মে ২০২৪  

ময়মনসিংহ জেলার নান্দাইলে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা

ময়মনসিংহ জেলার নান্দাইলে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের কৃষক জুয়েল মিয়ার ১২০ শতক জমির পাকা বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।গতকাল বুধবার (১ মে) নান্দাইল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান সাজন শতাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানগুলো কেটে দেন।সকাল থেকে দুপুর পর্যন্ত জুয়েল মিয়ার ক্ষেতে ওই ধান কাটা হয়।

পরে ধানগুলো আটি করে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছেন তারা। এতে অর্থের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষক জুয়েল মিয়ার মুখে হাসি ফুটেছে।

এসময় উপস্থিত নান্দাইল উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া,পৌর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান রাজনসহ শতাধিক নেতাকর্মী।

কৃষক জুয়েল মিয়া বলেন,‘ধারদেনা করে নিজের ৩০ শতাংশ জমিতে এবার বোরো ধানের চাষ করেছি। সার, বীজ ও কীটনাশকের বাড়তি দামের কারণে খরচ অনেক বেশি হয়েছে। পাকা ধানগুলো ঘরে তোলা নিয়ে চিন্তায় ছিলাম। গরমের কারণে শ্রমিকরা কাজ করতে রাজি হচ্ছিল না। এমন দুঃসময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমার পরিবারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।

নান্দাইল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান সাজন বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ক্ষেতের পাকা ধান নিয়ে বিপাকে পড়া কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। যতদিন শ্রমিক সংকট থাকবে আমরাও ততদিন কৃষক ভাইদের পাশে থাকবো।বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।’

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়