ঢাকা, রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দুই দেশে ফেসবুকে নিউজ ট্যাব বন্ধ হচ্ছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ৩ মার্চ ২০২৪  

দুই দেশে ফেসবুকে নিউজ ট্যাব বন্ধ হচ্ছে

দুই দেশে ফেসবুকে নিউজ ট্যাব বন্ধ হচ্ছে

যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় ফেসবুকের নিউজ ট্যাব বন্ধ করবে মেটা। কারণ দুই দেশেই নিউজ ট্যাবে গিয়ে খবর পড়ার হার ৮০ শতাংশের বেশি কমে গেছে।ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, নিউজ ট্যাবে সংবাদ পরিবেশনের জন্য ওই দুই দেশের গণমাধ্যমের সঙ্গে যে চুক্তি আছে সেটি নবায়ন করা হবে না। তবে দুই দেশেই ব্যবহারকারীরা ফেসবুক ফিডে খবর দেখতে পাবেন বলে জানানো হয়েছে।

ব্লগ পোস্টে মেটা লিখেছে মেটা লিখেছে, ‘মানুষ ফেসবুকে সংবাদ ও রাজনৈতিক কনটেন্ট পেতে আসে না।’

এর আগে মেটা গতবছর ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের গণমাধ্যমের সঙ্গে চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছিল। মেটা বলছে, নিউজ ট্যাব বন্ধ করার কারণে যে অর্থ ও সম্পদ বেঁচে যাবে সেটা এমন কোনো কাজে ব্যবহার করা হবে যা মানুষ ফেসবুকে দেখতে চায়, যার মধ্যে ‘শর্ট ভিডিও রয়েছে’৷

সর্বশেষ
জনপ্রিয়