ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ২০ এপ্রিল ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় আজ ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার বিকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. শামসুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও মহিলা-ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ৪৫জন শিক্ষার্থীকে মোট একলাখ ৬২ হাজার টাকা শিক্ষাবৃত্তি এবং পাঁচজন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়