ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্যোগে ‘বঙ্গবন্ধু বইমেলা’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ১৯ মার্চ ২০২৩  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্যোগে ‘বঙ্গবন্ধু বইমেলা’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্যোগে ‘বঙ্গবন্ধু বইমেলা’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু বইমেলা’। 

রোববার (১৯ মার্চ) মেলার উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। চবি শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে তিন দিনব্যাপী এই মেলা চলবে। 

‘স্মরণে বঙ্গবন্ধু, মননে বই, সোনার বাংলায় সোনার মানুষ হই’ প্রতিপাদ্যে মেলা চলবে ১৯, ২০ ও ২১ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চালু থাকবে। এতে ২৭টি স্টলে বিভিন্ন প্রকাশনার বই দেখতে ও ক্রয় করতে পারবেন শিক্ষার্থীরা।

বইমেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, মানুষকে সঠিকভাবে গড়ে তুলতে সাহায্য করে বই। বইমেলায় এসে মানুষ সঠিক ইতিহাস জানতে পারে। বইমেলার মূল উদ্দেশ্য হলো মানুষের অতীত ইতিহাসকে সঠিকভাবে জানা। মানুষ তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বই পড়ার মাধ্যমে জানতে পারে। 

সর্বশেষ
জনপ্রিয়