ঢাকা, রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

কুয়াকাটায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ২৯ জুন ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছে করেছে উপজেলা প্রশাসন।

চলমান উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন।

এসময় সৈকতের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৈকত এলাকায় স্থায়ী ও অস্থায়ী ভাবে গড়ে ওঠা দোকানপাট ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে অন্যত্র সরিয়ে দেওয়া হয়।

জানা যায়, সৈকতের জিরো পয়েন্টের পুর্বপাশে এলোমেলো ভাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা চৌকি, বস্তা পলিথিন দিয়ে খাবার হোটেল, ঝিনুক, পানের দোকান এবং অস্থায়ী ব্যবসা ও ভাসমান ভাবে বসবাস করে আসছিল। 

সৌন্দর্য বাড়ানোসহ পর্যটকরা যাতে সৈকত এলাকায় নির্বিঘ্নে চলাচল করতে পারেন এজন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে যেখানে সেখানে দোকানপাট, খাবার হোটেল, বাসাবাড়ি উঠিয়ে অবৈধ স্থাপনা তৈরি করে বসবাস করছিল। সৈকতের সৌন্দর্য রক্ষা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব স্থাপনা অপসারণ করা হয়েছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে ৩টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়