ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিশোরগঞ্জে ‘চন্দ্রাবতী’ নাট্যোৎসব শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ১৩ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে শুরু হয়েছে ‘চন্দ্রাবতী’ নাট্যোৎসব। ছয় দিনব্যাপী নাট্যোৎবে প্রতিদিন সন্ধ্যায় থাকছে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, গীতি নৃত্যনাট্য। যা উপভোগ করছেন সংস্কৃতিপ্রেমিরা। সুস্থ সংস্কৃতি বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

“নাটকের উক্তি সংস্কৃতির মুক্তি”- এ স্লোগানকে সামনে রেখে গত ১০ মার্চ কিশোরগঞ্জে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘চন্দ্রাবতী’ নাট্যোৎসব। দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উৎসবটি। জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবের আয়োজন করেছে কিশোরগঞ্জ থিয়েটার ফোরাম নামের একটি সংগঠন। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। 

নাট্যোৎসব ঘিরে মুখর হয়ে উঠেছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, গীতি নৃত্যনাট্যসহ বিভিন্ন পরিবেশনা উপভোগ করতে দর্শকরা আসছে পরিবার পরিজন নিয়ে। নাট্যোৎসব ঘিরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসেছে দেশিয় পণ্যের স্টল। যা ঘুরে ঘুরে দেখছেন উৎসবে আগত দর্শকরা। এমন উৎসবের ফলে সাংস্কৃতিক জাগরণ ঘটবে বলে মনে করেন তারা।  

নান্দনিক নাট্যোৎসব জেলার শিল্প-সংস্কৃতি বেগবান হবে বলে মনে করেন, কিশোরগঞ্জ থিয়েটার ফোরামের সভাপতি কোহিনূর আফজাল। নাট্যোৎসবে দলীয় নৃত্য, আবৃত্তি, গীতি নৃত্য নাট্যসহ ৮টি নাটক মঞ্চায়ন করা হচ্ছে। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়