ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কবিতা পর্ব : সবুজপাতা ও ঝরাপাতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ২১ মার্চ ২০২৪  

কবিতা পর্ব : সবুজপাতা ও ঝরাপাতা

কবিতা পর্ব : সবুজপাতা ও ঝরাপাতা

সবুজপাতা ও ঝরাপাতা

বসন্তের বাতাসে অনেক পাতার ওড়ার সাধ
অনিবার খায়েশ—উড়বে তারা উড়বেই
তারা জানে না, যারা ওড়ে তারা হয় ঝরাপাতা।
সবুজ পাতারা থাকে গাছে, উপরে
তারাও ওড়ে
ওড়ে, তবে কাণ্ডের সঙ্গে স্পর্শ রেখেই।

সবুজের হাতছানি আর হলুদের হাতছানির মধ্যে
বিস্তর ফারাক—আকাশ-পাতাল ব্যবধান
মিলও আছে
দুটোই ওড়ে সানন্দে—মুক্তবাতাসে।

****

সর্বশেষ
জনপ্রিয়