ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কবিতা পর্ব : অস্তিত্ব সংকট ও শর্তহীন প্রেম

তাসমিয়া তহুরা

প্রকাশিত: ১২:৫১, ১৬ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্তিত্ব সংকট

পাতাঝরার পৃথিবীতে নির্মলতা যেন ঘুমের আয়ু।
নিঃশেষ হয়েও বেঁচে থাকে, সগৌরবে গজায়। সূর্য ডুব দেয়, আঁধারে তলায় পৃথিবী।
নিস্তব্ধতা আসে।
হৃদয়ের বেলকনিতে জেগে ওঠে সূর্যস্নাত সকাল।
বিত্ত-বৈভবের বেড়াকলে এভাবেই কেটে যায় কিছু বসন্তবিলাস।
অশ্লীলতার চাদরে মোড়ানো বিবেকে যৌবন কেবলি ধ্বংস জলোচ্ছ্বাস।
তন্দ্রালয়ে সুখ নেই, মানুষে নেই মানবিকতা।
পাগলের প্রলাপ আজ বিচার চাওয়ার অধিকার!
প্যাকেটভর্তি সনদে অভিশাপের দুর্গন্ধ!
আমার অস্তিত্বে ভেজাল উড়ে পাতাঝরার মতো।
বাতাসে কানাকানি করে কিছু সংকটাপন্ন শব্দ।
আমি শুনতে পাই কিছু আত্মচিৎকারের বয়ান।

****

শর্তহীন প্রেম

ইচ্ছে করে অসীম নীলাকাশে বৈকালিক মেঘের মতো উড়ি;
মেহগনিঘেরা পুকুরপাড়ে জিড়িয়ে নিই ক্লান্তির ছাপ ঢেকে।
ধরে নিই এ জীবন তোমার জন্য ধার করা।
আমি অত্যধিক স্বপ্ন আঁকি তোমার চোখ নীলিমায়।
যদি তুমি ডাক দাও, ফিরবো পশ্চাতে।
এ আমার শর্তহীন প্রেম।

সর্বশেষ
জনপ্রিয়