ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কবিতা: তোমায় কাছে পেলে

জান্নাতুল নাঈম

প্রকাশিত: ১২:৪৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আমি তোমার কাছে গেলে শিশু হয়ে যাই
গোছানো কথারা অগোছালো হয়ে যায়
কাঁপা গলায় কথাগুলো অস্পষ্ট হয়ে পড়ে
আমার যা কিছু তোমায় সব বলে ফেলি
গোপনীয় দুঃখ, ব্যথা, কান্না সব যেন তোমার
কেবলি তোমার কাছে আমি খোলা বই হয়ে যাই।

আমি তোমায় কাছে পেলে শিশু হয়ে যাই
তোমার কঠোরতায় শ্রাবণধারার মতো অশ্রু ঝরে
তোমার সমস্ত নির্দেশনা মাথা পেতে নিই
তোমার শাসন যেন সুখ হয়ে দাঁড়ায়
আমার যা অপ্রকাশ্য তা-ই প্রকাশ হয়ে যায়
কেবলি তোমাকে কাছে পেলে কবিতা হয়ে যাই।

আমি তোমার কাছে গেলে পুরোটা তোমার হয়ে যাই
আমি তোমায় কাছে পেলে সমস্ত সুখ খুঁজে পাই।

সর্বশেষ
জনপ্রিয়