ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী নেই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ২৪ মার্চ ২০২৩  

হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী নেই

হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী নেই

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি।

বর্তমানে সারাদেশে ১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে নয়জন ও ঢাকার বাইরে সাতজন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮১৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪০৩ জন ও ঢাকার বাইরে ৪১৬ জন।

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৭৯৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৩৮৮ জন ও ঢাকার বাইরে ৪০৬ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়