ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সূরা তাওবায় আল্লাহর ওপর ভরসার দোয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ২২ মার্চ ২০২৪  

সূরা তাওবায় আল্লাহর ওপর ভরসার দোয়া

সূরা তাওবায় আল্লাহর ওপর ভরসার দোয়া

নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সদকার মতো দোয়া একটি আলাদা ইবাদত। এর আলাদা ফজিলত ও সওয়াব রয়েছে। হাদিস শরিফে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চই দোয়া-ই ইবাদত।’  (তিরমিজি, হাদিস, ২৯৬৯) অপর এক হাদিসে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন , ‘দোয়া ইবাদতের মগজ।’ (তিরমিজি, হাদিস, ৩৩৭১) 

পৃথিবীর মানুষের কাছে কিছু চাইলে তারা অসন্তুষ্ট হয়। কিন্তু আল্লাহ তায়ালা বান্দার প্রার্থনায় খুশি হন এবং তিনি চান বান্দা সবসময় তার কাছে প্রার্থনা করুক এবং নিজের প্রয়োজনের সব কথা খুলে বলুক। দিনে রাতে যেকোনো সময় আল্লাহ তায়ালার কাছে নিজের প্রয়োজনে দোয়া করা যায়। 

পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে—

وَ اِذَا سَاَلَكَ عِبَادِیْ عَنِّیْ فَاِنِّیْ قَرِیْبٌ ؕ اُجِیْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ

অর্থ : আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয় নিকটবর্তী। আমি আহবানকারীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। (সূরা বাকারা, আয়াত, ১৮৬) 

পবিত্র কোরআনের সূরা বাকারায় আল্লাহ ওপর ভরসার একটি দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি তুলে ধরা হলো—

حَسۡبِیَ اللّٰهُ ۫٭ۖ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَیۡهِ تَوَکَّلۡتُ وَ هُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ

উচ্চারণ : হাসবি-ইয়াল্লাহু লা-ইলাহা ইল্লাহু- আলাইহি তাওয়াক্কুলতু ওয়া-হুয়া রাব্বুল- আরশিল আজিম।

অর্থ : ‘আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। আমি তারই উপর তাওয়াক্কুল করেছি। আর তিনিই মহাআরশের রব’। ( সূরা তাওবা, (৯), আয়াত, ১২৯)

সর্বশেষ
জনপ্রিয়