ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রেলের কানেক্টিভিটি হবে প্রতিটি জেলায় : জিল্লুল হাকিম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৪  

রেলের কানেক্টিভিটি হবে প্রতিটি জেলায় : জিল্লুল হাকিম

রেলের কানেক্টিভিটি হবে প্রতিটি জেলায় : জিল্লুল হাকিম

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন রেলের আরো সম্প্রসারণ হবে। রেল অনেক সস্তায় যাত্রী ও মালামাল পরিবহন সেবা সার্ভিস দিয়ে থাকে। প্রতিটি জেলায় রেলের কানেক্টিভিটি তৈরি করা হবে।গতকাল শুক্রবার সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজবাড়ী স্টেশনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দ্রুত ভাংগা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দরে রেল পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যে রেলের কোচ ও ইঞ্জিন আমদানি করা হয়েছে। রেলের সম্প্রসারণের জন্য আরো কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। রাজবাড়ীতে ১০৫ একর জমির উপর রেলের কারখানা নির্মাণ করা হবে। সেখানে রিপেয়ারিং, মেইনটেইনসের কাজ হবে। এখানে ট্রেনের বগি তৈরিরও ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, রাজবাড়ী রেলস্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়