ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ময়মনসিংহ জেলায় ৫৫০ টাকা কেজিতে মিলছে গরুর মাংস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ২৮ মার্চ ২০২৪  

ময়মনসিংহ জেলা প্রশাসকের উদ্যোগ : ৫৫০ টাকা কেজিতে মিলছে গরুর মাংস

ময়মনসিংহ জেলা প্রশাসকের উদ্যোগ : ৫৫০ টাকা কেজিতে মিলছে গরুর মাংস

পবিত্র রমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে অনন্য উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। সূলভে গরুর মাংস ও ডিম বিক্রি করছে তারা। প্রতিকেজি গরুর মাংসের দাম ৫৫০ টাকা। এক ডজন ডিমের দাম ১০০ টাকা।সপ্তাহে দুদিন বুধ ও বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চলে সূলভে গরুস মাংস ও ডিম বিক্রি। গত সপ্তাহে প্রথম এই কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় সপ্তাহে এসে বুধবার (২৭ মার্চ) আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল হক দিদার ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল জলিল। 

বেলা ১১টা থেকে কার্যক্রম শুরুর কথা থাকলেও তার আগে থেকেই ক্রেতারা ভিড় জমাতে থাকেন। ১২টার দিকে শুরু হয় গরুর মাংস ও ডিম বিক্রি। সারা দিনে ৮০০ মানুষ গরুর মাংস কিনেছেন এবং ১০ হাজার ডিম বিক্রি হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

নগরীর জেলা স্কুল মোড় এলাকার বাসিন্দা জাকির হোসেন কিনেছেন এক কেজি গরুর মাংস ও এক ডজন ডিম। তিনি বলেন, ‘বাজারের তুলনায় অনেক কম দামে পাচ্ছি। এত কম দামে এসব জিনিস পেয়ে ভালো তো লাগছেই।’

নগরীর কাঁচিঝুলি এলাকার বাসিন্দা আছিয়া বেগম বলেন, ‘এ ধরনের উদ্যোগ অনেক প্রশংসনীয়। তবে এ কার্যক্রম সারা বছর চালু রাখলে ভালো হতো।’

এ ব্যাপারে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘যে কেউ লাইনে দাঁড়িয়ে গরুর মাংস ও ডিম কিনতে পারবেন। নির্ধারিত সময়ে এসব জিনিস বিক্রি করা হয়। আজ একটু অসুবিধা হয়েছে, তবে শৃঙ্খলা নষ্ট হয়নি।’

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়