ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফোনের ব্যাটারি গিলে খাচ্ছে যে ১০ অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ২৩ মার্চ ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শুধু কথা বলাই নয়; সামাজিক যোগাযোগের সাইট, গেম খেলা, ছবি তোলা, ই–মেইলসহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে স্মার্টফোন। তবে অনেকেরই অভিযোগ, আগের তুলনায় স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এর নেপথ্যে ফোনে থাকা অ্যাপের দায় অনেক বেশি।

ফোনের ভাল ব্যাটারি পরিষেবা পেতে গেলে সর্বাগ্রে সেই ফোনের ‘ব্যাটারিখেকো’ অ্যাপগুলো সম্পর্কে জানতে হবে আপনাকে। প্লে স্টোরে এমন অগুনতি অ্যানড্রয়েড অ্যাপ রয়েছে, যেগুলো গ্রাহকের স্মার্টফোনের ব্যাটারি খেয়ে নেয়।

সতর্ক থাকুন, এই অ্যাপগুলোর মধ্যে বেশ কিছু আছে, যেগুলো খুব সহায়ক, ডাউনলোড না করলেই নয়। কিন্তু সব অ্যাপ তো আর সহায়ক হতে পারে না। তাই, ইতিমধ্যেই যারা ‘ব্যাটারিখেকো’ অ্যাপ ডাউনলোড করে সমস্যায় পড়েছেন, কিছু অ্যাপ ডিলিট না করলে তাদের জন্য বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়।

রিসার্চ ফার্ম পি-ক্লাউড এই ডেটা প্রকাশ করেছে। জেনে নিন ‘ব্যাটারিখেকো’ ১০ অ্যাপ-

১) Fitbit
২) Uber
৩) Skype
৪) Facebook
৫) Airbnb
৬) Instagram
৭) Tinder
৮) Bumble
9৯) Snapchat
১০) WhatsApp

সর্বশেষ
জনপ্রিয়