ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

প্লেগ উপন্যাসের ওরান শহর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

প্লেগ উপন্যাসের ওরান শহর

প্লেগ উপন্যাসের ওরান শহর

‘উদাহরণ হিসেবে তুমি কি একটা শহরের কল্পনা করতে পারো, যেখানে কবুতর নেই, কোনো গাছপালা বা বাগান নেই, যেখানে তুমি কখনোই পাখির পাখার শব্দ বা পাতা ঝরার শব্দ শুনতে পাও না? সংক্ষেপে, এটি আগাগোড়া একটা নেতিবাচক জায়গা, তাই নয় কি?

এই শহরে ঋতু পরিবর্তনের পার্থক্যগুলো বোঝা যায় কেবলমাত্র আকাশে। বসন্তের আগমন বোঝা যায় শরীরে বাতাসের স্পর্শের অনুভব থেকে, অথবা শহরতলী থেকে ফেরিওয়ালাদের বয়ে নিয়ে আসা ঝুড়িভর্তি ফুল থেকে। বসন্ত এখানে বাজারগুলোর মধ্যে কাঁদে।

গ্রীষ্মের সময়ে সূর্য শহরের বাড়িগুলোকে সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলে; দেয়ালগুলোতে বাদামি ধুলো ছড়িয়ে দেয়। এই আগুনের দিনগুলোতে বদ্ধ-কপাটের পেছনে বাস করা ছাড়া বাঁচার কোনো উপায় থাকে না।’

সর্বশেষ
জনপ্রিয়