ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রিয় বাংলা-কাব্যশীলন বই আলোচনা আহ্বান

শিল্প ও সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ১২ জুন ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

বইয়ের সেরা আলোচকদের সঙ্গে লেখক আড্ডা, চা-চক্র ও বই পুরস্কারের সুযোগ করে দিচ্ছে ওয়েবম্যাগ কাব্যশীলন ও প্রকাশনা সংস্থা প্রিয় বাংলা। এ উপলক্ষে তারা তৃতীয়বারের মতো অভিনব বই আলোচনার আয়োজন করেছে।

আলোচনার জন্য নির্বাচিত বই হলো: শিহাব শাহরিয়ারের কাব্যগ্রন্থ ‘স্বনির্বাচিত কবিতা’ (বেঙ্গল), মনি হায়দারের উপন্যাস ‘চলুন মানুষের কারখানায়’ (দ্যু), মামুন মুস্তাফার কাব্যগ্রন্থ ‘দশ দশমী’ (বেহুলাবাংলা), সালাহ উদ্দিন মাহমুদের গল্পগ্রন্থ ‘এখানে কয়েকটি জীবন’ (কিংবদন্তী) এবং খান মুহাম্মদ রুমেলের কাব্যগ্রন্থ ‘নন্দিত অন্ধকার’ (অনিন্দ্য)।

ওয়েবম্যাগ কাব্যশীলনের প্রকাশক কবি ফখরুল হাসান বলেন, ‘একজন পাঠক একাধিক বইয়ের আলোচনায় অংশ নিতে পারবেন। এতে বিচারক হিসেবে থাকবেন ফারুক মাহমুদ, মোহিত কামাল, জাকির তালুকদার ও বিমল গুহ।’

তিনি বলেন, ‘প্রিয় বাংলা ও কাব্যশীলনের সঙ্গে জড়িত কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। বইগুলোর রচনাশৈলী ও যোগ্যতার ওপর ভিত্তি করে পর্যালোচনা করতে হবে। পাঠের যে আনন্দ পাবেন, সে অনুভূতি অন্যের সঙ্গে ভাগ করবেন।’

নির্ধারিত বইয়ের আলোচনা editor.Kabyashilan@gmail.com ঠিকানায় পাঠাতে হবে। আগামী ২৫ জুন পর্যন্ত বই আলোচনা পাঠাতে পারবেন।

সর্বশেষ
জনপ্রিয়